ঝিনাইদহের কালীগঞ্জের ঢাকালে পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে ৪৫ লিটার চোলাই মদ সহ এক নারীকে আটক করে কালীগঞ্জ থানায় সোপর্দ করেছে যৌথ বাহিনী।
গ্রেফতারকৃত নারী কালীগঞ্জ পৌরসভাধীন ঢাকালে পাড়ার উত্তম কুমার দাসের স্ত্রী শিখা রানী দাস। উল্লেখ্য, বিগত সময়ে এই বিষাক্ত চোলাই মদ খেয়ে একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে। সচেতন মহল এসকল মাদক ব্যবসায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।