আজ পহেলা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। বাঙালির প্রাণের উৎসব, নতুন বছরকে বরণ করে নেওয়ার দিন। সারাদেশে আজ উদযাপিত হচ্ছে এই উৎসব নানা আয়োজন, গান, নৃত্য, আনন্দ শোভাযাত্রা ও বৈশাখী মেলার মধ্য দিয়ে।
সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত মানুষজন অংশ নিচ্ছেন আনন্দ শোভাযাত্রায়, যেখানে স্থান পেয়েছে বিভিন্ন রঙিন মুখোশ, প্রতীক, ও শিল্পকর্ম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে আয়োজিত আনন্দ শোভাযাত্রা ছিল বিশেষ আকর্ষণ। হাজারো মানুষ এতে অংশগ্রহণ করে শুভ, শান্তি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেন।
বৈশাখী খাবার হিসেবে পান্তা ভাত, ইলিশ মাছ, নানা ধরনের পিঠা-পায়েস ছিল সবার পছন্দের তালিকায়। রেস্টুরেন্ট ও ঘরোয়া পরিবেশে এই খাবারের আয়োজন দেখা গেছে সর্বত্র।
পহেলা বৈশাখ উপলক্ষে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা, যাতে জনগণ নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারে।
নতুন বছর যেন সবার জীবনে শান্তি, সমৃদ্ধি ও ভালোবাসা বয়ে আনে – এই কামনায় বাঙালি জাতি উদযাপন করছে তাদের অন্যতম বড় সাংস্কৃতিক উৎসব, পহেলা বৈশাখ।