মানব কল্যাণ ফাউন্ডেশন ২০১৭ সালে প্রতিষ্ঠিত একটি মানবিক সংস্থা। মানুষের কল্যাণের জন্যই তারা কাজ করে যাচ্ছে। তারা গরীব অসহায় মানুষের সাহায্য করার পাশাপাশি প্রতি বছর রমজানে ধনী-গরীব সবার জন্য ভর্তুকির আয়োজন করে। রমজান মাসের নিত্যপ্রয়োজনীয় জিনিসের উপর তারা এই ভর্তুকি দিয়ে থাকে। সোয়াবিন তেল , ছোলা, মুড়ি, সেমাই, চিনি, খেজুর ইফতারের জন্য অতিপ্রয়োজনীয় এইসব জিনিসের উপর তারা নির্দিষ্ট হারে বাজার থেকে কম দামে মানুষের কাছে বিক্রি করে।যেটা সর্বমহলে খুব প্রশংসিত হয়েছে।
"আপনার একটু সহযোগিতা পারে মজলুমের মুখে হাসি ফোটাতে" এই স্লোগানকে সামনে নিয়ে তাদের পথচলা শুরু হয়েছিল। দীর্ঘ পাঁচ বছরে তারা মানুষের মৌলিক প্রয়োজনের উপর গুরুত্ব দিয়ে গরীব অসহায় মানুষের সেবা, চিকিৎসা, খাবার, ঈদের বাজার এই সব দিয়ে মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
সংগঠনটি বিত্তশালী মানুষদের কাছে পবিত্র মাহে রমজানে আহ্বান জানিয়েছেন যেন তারা তাদের যাকাত,ফিতরা এককালীন দান, অনুদান দিয়ে সংগঠনটিকে সহায়তার হাত বাড়িয়ে দেয়।যাতে করে সমাজের অসহায় বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আরো বেশী সহযোগিতা করতে সক্ষম হয়।