6 July 2021

১০০ টাকায় সয়াবিন তেল

 দেশে করোনার সংক্রমণ প্রতিরোধে সারাদেশে চলছে কঠোর বিধিনিষেধ। এ অবস্থায় নিম্ন আয়ের মানুষের কাছে কম দামে পণ্য সরবরাহ নিশ্চিত করতে চায় সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ লক্ষ্যে আজ সোমবার থেকে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করবে সংস্থাটি।


রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, সারাদেশে ৪৫০টি ট্রাকে করে কম দামে চিনি, সয়াবিন তেল ও মসুর ডাল বিক্রি করা হবে। এ কার্যক্রম চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত। তবে ঈদুল আজহার ছুটিতে এ কার্যক্রম বন্ধ থাকবে।

সংস্থাটি জানায়, টিসিবির ট্রাক থেকে ৫৫ টাকায় পাওয়া যাবে প্রতি কেজি চিনি। একজন ক্রেতা ২ থেকে সর্বোচ্চ ৪ কেজি চিনি কিনতে পারবেন। প্রতি কেজি মসুর ডাল ৫৫ টাকায় একজন ক্রেতা সর্বোচ্চ ২ কেজি নিতে পারবেন। এ ছাড়া প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকায় বিক্রি করা হবে। একজন ক্রেতা ২ থেকে সর্বোচ্চ ৫ লিটার তেল নিতে পারবেন।


টিসিবি আরো জানিয়েছে, তাদের প্রতিটি ট্রাকে ৫০০ থেকে ৮০০ কেজি চিনি থাকবে। এ ছাড়া ৮০০ থেকে ১ হাজার ২০০ লিটার সয়াবিন তেল এবং ৩০০ থেকে ৬০০ কেজি পর্যন্ত মসুর ডাল থাকবে।


শেয়ার করুন