26 February 2021

ঝিনাইদহের কালীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন!

আবুজার গিফারী, স্টাফ রিপোর্টার

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার চাঁদবা এক্তারপুর গ্রামের মেয়ে মনোয়ারা (৩২) এবং কাঠালিয়া গ্রামের বধূ । তার স্বামী শুকুর আলী (৪০) তাকে হত্যা করেছে বলে যানা যায়।আজ শুক্রবার আনুমানিক সকাল সাড়ে নয়টার দিকে তাকে হত্যা করা হয় বলে গ্রামবাসী সূত্রে জানা যায়।নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী জানান“বৃহস্পতিবার রাতে  পারিবারিক কলহের কারণে তাকে অনেক মারধোর করা হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে তার মাথা দেয়ালের সাথে ধাক্কা লাগে এবং পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সে সেইখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ।” উনি পূর্বেও তার স্ত্রীকে বিভিন্নভাবে মারধোর করতো বলে জানা গেছে। মারা যাবার পর তাকে বাড়ি নেওয়ার জন্য এ্যাম্বুলেন্সে তুলে দেওয়ার পর তার স্বামী  পলাতক।কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান জানান “পুলিশ ঘাতক শুকুর আলীকে গ্রেফতারে তাদের অভিজান অব্যাহত রেখেছে।” গ্রামবাসী খুনী শুকুর আলীকে দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিতের জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছে।




শেয়ার করুন