26 February 2021

খুলনা আবাহনী কে বিদায় করে দিয়ে সেমির টিকিট কাটলো নড়াইলের শুভেচ্ছা

মোঃ তাওহীদ হোসেন দীপ্র 
স্পোর্টস রিপোর্টার,বার্তা প্রতিদিন ২৪।

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ক্লেমন কালীগঞ্জ টি-২০ কাপে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে যেনো হাফ ছেড়ে বাঁচল নড়াইল শুভেচ্ছা ক্লাব।  তারা ৩ উইকেটের ব্যবধানে পরাজিত করে দক্ষিণ বঙ্গের অন্যতম সেরা দল খুলনা আবাহনী লিমিটেড কে।এদিকে ম্যাচ শুরুর আগে বিতর্কিত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামীম শিরিন লুবনার অপসারণের দাবিতে ক্রীড়াসামগ্রী পিচের উপর রেখে প্রতিবাদ করেন উভয় দলের খেলোয়াড়।  টসে জিতে ব্যাট করতে  নেমে  খুলনা আবাহনী লিমিটেড ১৯.৩ ওভারে ১৩৬ রান করেন। সংগ্রহ বেশি না হলেও একপ্রান্ত আগলে রেখে দলের বিপর্যয় থেকে রক্ষা করেন ইমরান । নড়াইল শুভেচ্ছা ক্লাব এর পক্ষে তিনটি করে উইকেট নেন সন্দীপ,সোহান ও সুমন। অপর একটি উইকেট নেন আনোয়ার।

১৩৭ রানের লক্ষ্যে নেমে প্রথম থেকেই মারকাটারি ব্যাটিং করেন দুই ওপেনার। লো-স্কোরিং ম্যাচ হলেও ম্যাচের প্রতিটি সময়  আমেজ ছড়াচ্ছিলো। খুলনা আবাহনী লিমিটেড ৭ জন বোলার ব্যাবহার করেও তেমন সাফল্য পাচ্ছিলো না। বিশেষ করে উল্লেখ করতে হয় খুলনা আবাহনী লিমিটেড এর রোকন এর কথা। প্রায় অসম্ভব ৩ টি ক্যাচ ধরেন তিনি। শেষ পর্যন্ত সোহানের বিরত্বে ১৭.৪ বলে ৭ উইকেটের বিনিময়ে ১৩৯ রান করে নড়াইল শুভেচ্ছা ক্লাব। টুর্নামেন্টে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১ বলে ৩ রান সংগ্রহ করায় বিশেষ ভাবে পুরস্কৃত হন নড়াইল শুভেচ্ছা ক্লাব এর এজাজুল। ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে ৩ উইকেট আর ব্যাট হাতে ২৮ রান করে দিনের সেরা পারফর্মার নড়াইল শুভেচ্ছা ক্লাব এর সোহান। ম্যাচে আম্পায়ারিং করেছেন দুই অভিজ্ঞ আম্পায়ার শাহীন ও নয়ন। এই ম্যাচের মধ্য দিয়ে কোয়ার্টার এর পথ পাড়ি দিলো নড়াইল শুভেচ্ছা ক্লাব।


শেয়ার করুন