মোঃ তাওহীদ হোসেন দীপ্র
স্পোর্টস রিপোর্টার,বার্তা প্রতিদিন ২৪।
১৩৭ রানের লক্ষ্যে নেমে প্রথম থেকেই মারকাটারি ব্যাটিং করেন দুই ওপেনার। লো-স্কোরিং ম্যাচ হলেও ম্যাচের প্রতিটি সময় আমেজ ছড়াচ্ছিলো। খুলনা আবাহনী লিমিটেড ৭ জন বোলার ব্যাবহার করেও তেমন সাফল্য পাচ্ছিলো না। বিশেষ করে উল্লেখ করতে হয় খুলনা আবাহনী লিমিটেড এর রোকন এর কথা। প্রায় অসম্ভব ৩ টি ক্যাচ ধরেন তিনি। শেষ পর্যন্ত সোহানের বিরত্বে ১৭.৪ বলে ৭ উইকেটের বিনিময়ে ১৩৯ রান করে নড়াইল শুভেচ্ছা ক্লাব। টুর্নামেন্টে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১ বলে ৩ রান সংগ্রহ করায় বিশেষ ভাবে পুরস্কৃত হন নড়াইল শুভেচ্ছা ক্লাব এর এজাজুল। ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে ৩ উইকেট আর ব্যাট হাতে ২৮ রান করে দিনের সেরা পারফর্মার নড়াইল শুভেচ্ছা ক্লাব এর সোহান। ম্যাচে আম্পায়ারিং করেছেন দুই অভিজ্ঞ আম্পায়ার শাহীন ও নয়ন। এই ম্যাচের মধ্য দিয়ে কোয়ার্টার এর পথ পাড়ি দিলো নড়াইল শুভেচ্ছা ক্লাব।