5 January 2021

কালীগঞ্জে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

 


ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আয়োজনে জাঁকজমকপূর্ণ ভাবে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ঢ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ৪ঠা জানুয়ারি প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, অসহায়দের মাঝে খাবার বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, আলোচনা সভা সহ বিভিন্ন আয়োজনের ভিতর দিয়ে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে দিনটি পালিত হয়। 



অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান নাজিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শিবলী নোমানী, কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা কবির হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক লাইস চৌধুরী, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান সোহাগ, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসরাইল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন জুয়েল, রিয়াজ হোসেন মোল্লা সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ


শেয়ার করুন