3 January 2021

আদিরূপে ফিরছে পানাম নগর

 


পানাম নগরের ১৩ নম্বর ভবনটিতে ভাঙচুর চলছে। দ্বিতীয় তলার প্লাস্টার ছেনি–হাতুড়ি দিয়ে তুলে ফেলা হচ্ছে। সোনালি অতীতের এমন নিদর্শনের বুকে হাতুড়ি–ছেনি চালানোর শব্দ যে কারোরই বুকে আঘাত দিতে পারে। সে জন্য আগেই জানিয়ে রাখা দরকার, প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ের পানাম নগরকে আদিরূপে ফেরাতে উদ্যোগ নিয়েছে সরকার। সে কাজই এখন চলছে জোরেশোরে।

১৭ শতকের প্রথম দশকে সুবা বাংলার রাজধানী ঢাকায় স্থাপিত হওয়ার পর সোনারগাঁয়ের প্রশাসনিক গুরুত্ব কমতে থাকে। কিন্তু সোনারগাঁয়ে ঐতিহাসিক গুরুত্ব যে হারিয়ে যায়নি, তা স্পষ্ট হয় ১৯ শতকের শুরু থেকে। ওই সময় হিন্দু বণিকদের একটি অংশ পানাম অঞ্চলে তাঁদের আবাসিক ভবন নির্মাণ করেন। প্রায় ৫ মিটার প্রশস্ত ও ৬০০ মিটার দীর্ঘ একটি সড়কের দুই পাশে সুরম্য স্থাপনা নিয়ে পানাম নগর গড়ে উঠেছিল। সড়কের দুই পাশে মুখোমুখি দ্বিতল ও তৃতীয় তলাবিশিষ্ট ৫২টি ভবন রয়েছে।


শেয়ার করুন