16 January 2021

কালীগঞ্জে সবুজ গ্রুপের আয়োজনে সেচ্ছাসেবী সংগঠনদের মিলনমেলা

কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি:


এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্টিত হয়েছে ঝিনাইদহ কালীগঞ্জে সকল স্বেচ্ছাস্বেবী সংগঠনের মিলনমেলা। অনলাইন নিউজ পোর্টাল সবুজদেশ নিউজ ও সবুজ বাংলা রেস্টুরেন্টের উদ্যাগে কালীগঞ্জের সকল সেচ্ছাসেবী সংগঠনদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লায়ন বি, এম সাইদুজ্জামান সবুজের সভাপতিত্বে শনিবার দুপুরে হাঙ্গার বলিদাপাড়া চিত্রা নদীর পাড়ে উদ্বোধন আনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ পৌরসভার প্যালেন মেয়র মনিরুজ্জামান রিংকু, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন ও ফায়ার সর্ভিসের ষ্টেশন কর্মকর্তা শেখ মামুন উর রশিদ। মিলন মেলাতে কালীগঞ্জের প্রায় ২৫ টি সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা একত্রে মিলিত হয়ে উৎসবে মেতে উঠে। তারা দুপুরে মধ্যান্ন্য ভোজের পর বিকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করে।

সেচ্ছাসেবী সংগঠক আল-মাসুমের সার্বিক তত্বাবধানের অনুষ্টানে আরও বক্তব্য রাখেন, কোলাবাজার উন্নয়ন ফোরামের সভাপতি জিল্লুর রহমান, দোয়েল মুক্ত স্কাউটের সভাপতি আব্দুল আলিম ও সমাজকর্মী নুরুজ্জামান প্রমুখ।

দিনব্যাপী আয়োজিত মিলনমেলাতে অংশগ্রহনকারী সংগঠনগুলির মধ্যে রয়েছে, এক্স ক্যাডেট অর্গানাইজেশন (ইকো), হিলফুল ফুজুল যুব সংগঠন, পাতিবিলা মানব কল্যাণ ট্রাষ্ট, ইয়াংস্টার ক্লাব, ১ টাকায় জীবন ফাউন্ডেশন, কালীগঞ্জ স্টুডেন্টস এ্যাসোসিয়েশন, রৌদ্দুর স্বেচ্ছাসেবী সংগঠন, ঈশ্বরবা মানব কল্যাণ ট্রাষ্ট, ব্লাড ব্যাংক অব কালীগঞ্জ, ইয়ূথ এগেইনস্ট হাঙ্গার, দোয়েল মুক্ত স্কাউটস গ্রুপ, প্রত্যাশা ২০২১ ফোরাম, আলী নদবী ফাউন্ডেশন, উন্নয়ন ফোরাম, কাসেমিয়া ফাউন্ডেশন, স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী সংগঠন, ব্লাড ব্যাংক অব ঝিনাইদহ, ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ঊষা), ডিপ্লোামা ইঞ্জিঃ অ্যান্ড স্টুডেন্টস এ্যাসোসিয়েশন, বাংলাদেশ পুলিশ কালীগঞ্জ থানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কালীগঞ্জ প্রেসক্লাব, সবুজদেশ নিউজসহ প্রত্যেকটি সংগঠনের আলাদা আলাদা স্টল বসানো হয়।

শেয়ার করুন