বিস্তারিতঃ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসরের প্লেয়ার ড্রাফট সম্পন্ন হয়েছে গতকাল (১০ ডিসেম্বর)। ক্রিস গেইল, রাইলি রুশো, বাবর আজম, রশিদ খান, মোহাম্মদ আমিরদের মতো তারকা নিয়ে গড়া হয়েছে ছয়টি দল।
চার-ছক্কার জমজমাট এই টুর্নামেন্টের প্রতি দলে আছে ১৮জন ক্রিকেটার। আসরের ৬ দলের মধ্যে পাঁচ দলই ৮ জন করে গত আসরের ক্রিকেটার ধরে রেখেছেন। কিন্তু ব্যাতিক্রমী পেশাওয়ার জালমি রেখেছে আগের ৫ জনকে।
২০২১ সালের এই আসর শুরু হবে আগামী ২০ ফেব্রুয়ারি। করাচি কিংস ও কোয়েট্টা গ্ল্যাডিয়েটরসের মধ্যে অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচ। আর সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তান। পাকিস্তানের করাচি ও লাহোরে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ।
একনজরে দেখে নিন পিএসএলের ৬টি দলের স্কোয়াড
ইসলামাবাদ ইউনাইটেড : অ্যালেক্স হেলস, শাদাব খান, কলিন মানরো, ফাহিম আশরাফ, হুসাইন তালাত, আসিফ আলি, মুসা খান, জাফর গোহার, হাসান আলি, লুইস গ্রেগরি, ফিল সল্ট, রোহাইল নাজির, রিচ টপলি, ইফতিখার আহমেদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আহমেদ সাইফি আব্দুল্লাহ, ক্রিস জর্ডান ও আকিফ জাভেদ।
মুলতান সুলতানস : শহিদ আফ্রিদি, রাইলি রুশো, সোহেল তানভীর, ইমরান তাহির, খুশদিল শাহ, জেমস ভিঞ্চ, শান মাসুদ, উসমান কাদির, ক্রিস লিন, সোহেল খান, মোহাম্মদ রিজওয়ান, শোয়েব মাকসুদ, শোয়েবউল্লাহ, অ্যাডাম লিথ, শাহনেওয়াজ দানি, মোহাম্মদ উমর, ইমরান খান সিনিয়র ও কার্লোস ব্রাথওয়েট।
লাহোর কালান্দার্স : মোহাম্মদ হাফিজ, শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, রশিদ খান, ডেভিড ভিসে, হারিস রউফ, বেন ডাঙ্ক, দিলবার হোসেন, সোহেল আখতার, সামিত প্যাটেল, টম অ্যাবেল, জিসান আশরাফ, সালমান আগা, মোহাম্মদ ফাইজান, মাজ খান, জাইদ আলম, জো ডেনলি ও আহমেদ দানিয়াল।
পেশাওয়ার জালমি : ওয়াহাব রিয়াজ, শোয়েব মালিক, কামরান আকমল, লিয়াম লিভিংস্টোন, হায়দায় আলি, ডেভিড মিলার, মুজিব উর রহমান, শারফেন রাদারফোর্ড, আমাদ বাট, উমাইদ আসিফ, সাকিব মাহমুদ, ইমাম উল হক, মোহাম্মদ ইমরান রানধাওয়া, মোহাম্মদ ইরফান সিনিয়র, ইবরার আহমেদ, মোহাম্মদ ইমরান, রবি বোপারা ও আমির খান।
কোয়েট্টা গ্ল্যাডিয়েটরস : সরফরাজ আহমেদ, বেন কাটিং, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, আজম খান, নাসিম শাহ, জাহিদ মাহমুদ, আনোয়ার আলি, ক্রিস গেইল, টম ব্যান্টন, উসমান শিনওয়ারি, ক্যামেরন ডেলপোর্ট, কাইস আহমেদ, আব্দুল নাসির, সাইম আইয়ুব, আরিশ আলি খান, ডেল স্টেইন ও উসমান খান।
করাচি কিংস : বাবর আজম, মোহাম্মদ আমির, কলিন ইনগ্রাম, ইমাদ ওয়াসিম, আমির ইয়ামিন, শারজিল খান, ওয়াকাস মাকসুদ, আরশাদ ইকবাল, মোহাম্মদ নবী, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, চ্যাডউইক ওয়াল্টন, জো ক্লার্ক, দানিশ আজিজ, মোহাম্মদ ইলিয়াস, জিসান মালিক, কাসিম আকরাম ও নুর আহমেদ।
পিএসএলে দল পাননি বাংলাদেশের কেউ
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসরে দল পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার। প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার- এ চার ক্যাটাগরিতেই বাংলাদেশের ক্রিকেটার ছিল। কিন্তু কারো প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
গত আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন তামিম ইকবাল। যদিও এ আসরে প্লেয়ার্স ড্রাফটে ছিলেন না তিনি। তবে প্লেয়ার্স ড্রাফটে থাকা মুস্তাফিজুর রহমান আর মাহমুদউল্লাহ রিয়াদের ছিল পিএসএল খেলার অভিজ্ঞতা।
করোনার কথা মাথায় রেখে বাড়ানো হয়নি ভেন্যু, ম্যাচগুলো আয়োজন করা হবে দুই ভেন্যু করাচি ও লাহোরে। করোনা পরিস্থিতি বিচার করে সরকারি নির্দেশনা অনুযায়ী গ্যালারিতে দর্শকদের প্রবেশাধিকার দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।পিএসএলের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফটের জন্য সবচেয়ে বেশি মূল্যের প্লাটিনাম ক্যাটাগরির ২৫ বিদেশি খেলোয়াড়ের তালিকা প্রকাশ করে পিসিবি। সেই তালিকায় ছিলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।
এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ডায়মন্ড ক্যাটাগরিতে; আবুল হাসান, আফিফ হোসেন ধ্রুব, আল আমিন হোসেন, অলক কাপালি, জুবায়ের হোসেন লিখন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, সানজামুল ইসলাম ও তাসকিন আহমেদ গোল্ড ক্যাটাগরিতে এবং আবু সায়েম চৌধুরী, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, মেহেদী হাসান রানা, মনির হোসেন, নাসুম আহমেদ ও রাফসান আল মাহমুদ সিলভার ক্যাটাগরিতে ড্রাফটে স্থান পেয়েছিলেন।