Previous
Next

সর্বশেষ

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

আইএলটিএস পরীক্ষাপদ্ধতিতে পরিবর্তন, কার্যকর ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে

আইএলটিএস পরীক্ষাপদ্ধতিতে পরিবর্তন, কার্যকর ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে

২০২৬ সালের ৩১ জানুয়ারির পর আইএলটিএস পেপার বেজড পরীক্ষা বন্ধ হয়ে যাবে। 

২০২৬ সালের ৩১ জানুয়ারির পর আইএলটিএস পেপার বেজড পরীক্ষা বন্ধ হয়ে যাবে।ছবি: ব্রিটিশ কাউন্সিলের সৌজন্যে
বিশ্বজুড়ে ইংরেজি ভাষা দক্ষতা যাচাইয়ের অন্যতম পরীক্ষা আইএলটিএসের পরীক্ষাপদ্ধতিতে আসছে পরিবর্তন। ২০২৬ সালের ৩১ জানুয়ারির পর আইএলটিএস পেপার বেজড পরীক্ষা বন্ধ হয়ে যাবে। যাঁদের পরীক্ষা ফেব্রুয়ারির পর নির্ধারিত ছিল, তাঁরা কোনো অতিরিক্ত ফি ছাড়াই পেপার বেজড থেকে সিডিটির (কম্পিউটার ডেলিভারড টেস্ট) পরিবর্তন করতে পারবেন।

এ পরিবর্তনের লক্ষ্য হলো পরীক্ষার্থীদের জন্য মূল্যায়নপ্রক্রিয়াকে আরও কার্যকর, আধুনিক ও মানসম্মত করা। বিশ্বব্যাপী উচ্চশিক্ষা, অভিবাসন ও পেশাগত কাজে আইএলটিএসের ব্যবহার বাড়ায় পরীক্ষাব্যবস্থাকে সময়োপযোগী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্রিটিশ কাউন্সিল (বাংলাদেশ) জানিয়েছে, ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে পেপার বেজড (কাগজভিত্তিক) আইএলটিএস পরীক্ষা আর অনুষ্ঠিত হবে না। এই তারিখের পর থেকে পরীক্ষা শুধু কম্পিউটার ডেলিভারড টেস্ট বা কম্পিউটারভিত্তিক ফরম্যাটে নেওয়া হবে। যেসব পরীক্ষার্থীর পরীক্ষা ফেব্রুয়ারি ২০২৬ সালের পর নির্ধারিত ছিল, তাঁরা এ পরিবর্তনের কারণে কোনো রকম অতিরিক্ত ফি ছাড়াই পরীক্ষা পেপার বেজড ফরম্যাট থেকে কম্পিউটারভিত্তিক ফরম্যাটে পরিবর্তন করতে পারবেন
ব্রিটিশ কাউন্সিল (বাংলাদেশ)–এর ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, ' ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে, আইএলটিএস পরীক্ষা কম্পিউটার ফরম্যাটেটে শুরু হবে। এই পরিবর্তনটি দ্রুততর এবং আরও সুবিন্যস্ত অভিজ্ঞতা প্রদান করে পরীক্ষার্থীদের। এই পরিবর্তন হলে পরীক্ষার ফরম্যাট, প্রশ্ন এবং স্কোরিং কাগজের ফরম্যাটের মতোই থাকবে।'


সোমবার, মে ০৫, ২০২৫

হামলার শিকার হয়ে কালীগঞ্জে ৩ পুলিশ সদস্য গুরুত্বর আহত

হামলার শিকার হয়ে কালীগঞ্জে ৩ পুলিশ সদস্য গুরুত্বর আহত


ঝিনাইদহের কালীগঞ্জে অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে উদ্ধার করতে গিয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ৩ পুলিশ সদস্য ও এক গৃহবধূ মারধরের শিকার হয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি বাকুলিয়া গ্রামের ইমাদুলের নিকটাত্মীয় সুজন হোসেন যশোর থেকে অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে নিয়ে পালিয়ে এসে পরিবারের অমতে বিয়ে করে। এই ঘটনায় কিশোরীর পরিবার যশোর কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে। সোমবার বিকালে এই অভিযোগের সূত্র ধরে যশোর কোতোয়ালি থানার পুলিশ কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ওই কিশোরীকে উদ্ধার করতে


ইমাদুলের বাড়িতে পৌঁছায়। কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসার সময় স্থানীয় কয়েকজন নারী-পুরুষ দলবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় আহতরা হলেন এএসআই তাপস কুমার পাল, কনস্টেবল রাবেয়া খাতুন ও ফারজানা খাতুন। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের অতিরিক্ত ফোর্স গিয়ে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হামলা ঠেকাতে গিয়ে আহত হয়েছেন কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলামের স্ত্রী মাছুরা খাতুন। এ বিষয়ে জানতে চাওয়া হলে যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বিস্তারিত জানতে কালীগঞ্জ থানার ওসির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার হামলার বিষয় নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

সোমবার, এপ্রিল ২১, ২০২৫

কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মদ সহ নারী আটক

কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মদ সহ নারী আটক

ঝিনাইদহের কালীগঞ্জের ঢাকালে পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে ৪৫ লিটার চোলাই মদ সহ এক নারীকে আটক করে কালীগঞ্জ থানায় সোপর্দ করেছে যৌথ বাহিনী।
গ্রেফতারকৃত নারী কালীগঞ্জ পৌরসভাধীন ঢাকালে পাড়ার উত্তম কুমার দাসের স্ত্রী শিখা রানী দাস। উল্লেখ্য, বিগত সময়ে এই বিষাক্ত চোলাই মদ খেয়ে একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে। সচেতন মহল এসকল মাদক  ব্যবসায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

রবিবার, এপ্রিল ২০, ২০২৫

কালীগঞ্জে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

কালীগঞ্জে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

আজ দুপুরে কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া গ্রামে এক গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
 অভিযান পরিচালনা করে জাহিদুল নামে এক মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য সহ হাতেনাতে আটক করে। এ সময় সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম মোবাইল কোর্ট পরিচালনা করে "মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন -২০১৮" এ ১ বছর বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।
ক্যাম্পাসে ‘ছুরিকাঘাতে’ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুন

ক্যাম্পাসে ‘ছুরিকাঘাতে’ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুন


রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিছু শিক্ষার্থীর মধ্যে বিবাদের জেরে 'ছুরিকাঘাতে' এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র।
২৩ বছর বয়সী এ শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহে।
বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, শনিবার বিকাল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। এসময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ নিহত হয়।
টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগতদের নিয়ে এসে বুকে ছুরি মেরে হত্যা করা হয়েছে পারভেজকে।
শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া একটি ভিডিওতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পেটে হাত রাখা অবস্থায় পারভেজকে একটি চেয়ারে বসে থাকতে দেখা যায়। তার আশপাশে কয়েকজন উদ্বিগ্ন অবস্থায় তার সাড়া পাওয়ার চেষ্টা করছেন।
রক্তাক্ত অবস্থায় সহপাঠীরা তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। তবে পথেই তার শরীর নিস্তেজ হয়ে আসে। তার আর সাড়া পাচ্ছিলেন না তাকে বহন করে নিয়ে যাওয়া শিক্ষার্থীরা। জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত আনা হয়েছে বলে জানান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোশাররফ হোসেন বলেন, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা।
এ ঘটনার পর থানায় অবস্থান করা প্রক্টর আপাতত আর কিছু বলতে চাননি।
পারভেজের ছুরিকাঘাত হওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়টির টেক্সটাইল বিভাগের একাধিক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসের পাশে একটি দোকানে বন্ধুদের সঙ্গে সিঙ্গারা খাচ্ছিলেন পারভেজ। তাদের পাশে সদ্য ভর্তি হওয়া ইংরেজি ও ইন্টারন্যাশনাল হসপিটালিটি ম্যানেজমেন্টের শিক্ষার্থীদের সঙ্গে তাদের বন্ধু ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রী ছিলেন। এক পর্যায়ে দুই ছাত্রী অভিযোগ করেন পারভেজ তাদের উত্যক্ত করেছেন। তারা বিষয়টি প্রাইমএশিয়া ইউনিভার্সিটির প্রক্ট্ররকে জানান।
এরপর প্রক্টর পারভেজকে ডেকে নেন। প্রক্টর অফিসে পারভেজ দাবি করেন, তিনি বন্ধুদের সঙ্গে নিজেদের আলাপের বিষয় নিয়ে হাসাহাসি করছিলেন, কাউকে উত্যক্ত করেননি। এক পর্যায়ে ওই দুই ছাত্রীর কাছে ক্ষমা চাইতে বলা হলে পারভেজ ক্ষমাও চান।
ঘটনার বর্ণনা দিয়ে শিক্ষার্থীরা দাবি করেন, সেখানেই ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা পারভেজকে হুমকি দেন। প্রক্টরের অফিস থেকে বেরিয়ে আসার পর কিছু বহিরাগত এসে আক্রমণ করেন। একপর্যায়ে ধারালো কিছু দিয়ে পারভেজের বুকে আঘাত করে তারা পালিয়ে যান।
পরে রক্তাক্ত পারভেজকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আগেই মৃত্যু হয়ে বলে জানান।
এ ঘটনায় পারভেজের সঙ্গে বিবাদে জড়ানো ইংরেজি বিভাগের ওই শিক্ষার্থী ও অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে বলতে পারেননি কেউ। ইংরেজি বিভাগের অন্য শিক্ষার্থীদের বক্তব্যও পাওয়া যায়নি।
পরে রাত ১১টার দিকে কুর্মিটোলা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ পাঠিয়েছে পুলিশ।
শিক্ষার্থী খুনের খবর পেয়ে বনানী ক্যাম্পাসের সামনে রাত ১১টার পর অন্য শিক্ষার্থীদের জড়ো হতে দেখা যায়।
প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশের ফেইসবুক পোস্টে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে 'সন্ত্রাসী হামলায়' পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। ওই পোস্টে তার একটি ছবিও শেয়ার করা হয়।

মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫

সেরা চিকিৎসক হয়ে বাংলাদেশকে বিশ্বে তুলে ধরতে হবে: মাহমুদুর রহমান

সেরা চিকিৎসক হয়ে বাংলাদেশকে বিশ্বে তুলে ধরতে হবে: মাহমুদুর রহমান



দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে আমাদের সামনে অপার সম্ভাবনার পথ খুলে দিয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে আপনাদেরকে পৃথিবীর সেরা চিকিৎসক হয়ে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরতে হবে।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রেটিনা মেডিকেল এন্ড ডেন্টাল কোচিং আয়োজিত গ্রাউন্ড সেলিব্রেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট তৎকালীন সরকার পতনের পর একদল ও এক ব্যক্তির প্রেমে পড়ে বাংলাদেশকে সাজা দিতে চেয়েছিল ভারত। তখন ভারত বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দেয়। তখন তারা ভিসা দেওয়াও বন্ধ করে দিয়েছিল। কিন্তু তাদের সে উদ্দেশ্য সফল হয়নি।

মেডিকেল শিক্ষার্থীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদেরকে পৃথিবীর সেরা চিকিৎসক হতে হবে এ জন্য বাংলাদেশিদেরকে আর যেন চিকিৎসার জন্য ভারতে যেতে না হয়, বরং ভারতের লোকজন বাংলাদেশে চিকিৎসার জন্য আসবে- আমরা সেই রকম বাংলাদেশের স্বপ্ন দেখি। এমন সময় আসবে বাংলাদেশ চিন্তা করবে ভারতের রোগীদের চিকিৎসা দিবে কিনা। তবে আমার বিশ্বাস বাংলাদেশের চিকিৎসকরা খুবই মানবিক। ফলে কোনো অসুস্থ রোগীকে চিকিৎসা দিবে না এমন কথা কখনো বলবেন না।


ফিলিস্তিনের গাজায় ইসরাইলের গণহত্যার কথা তুলে ধরে তিনি বলেন, এমন চিত্র দেখে কেউ স্থির থাকতে পারে না। ফলে দুই দিন আগে ঢাকার সমাবেশে সারা দেশের মানুষের ঢল ফিলিস্তিনিদের প্রতি সংহতির বিরাজ এক নজীর স্থাপন করেছে।

আমার দেশ সম্পাদক আরও বলেন, অতীতে পৃথিবীর যেখানেই গণহত্যা চালানো হয়েছে সেখানেই চিকিৎসা কেন্দ্রগুলো ধ্বংস করা হয়েছে। ফিলিস্তিনেও ইহুদিবাদী ইসরাইল চিকিৎসা কেন্দ্রগুলোতে হামলা চালিয়ে ধ্বংস করছে। সেখানে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে চিকিৎসা কেন্দ্রগুলো থেকে রোগীরা প্রাণভয়ে চলে যাচ্ছেন। কিন্তু সিনিয়র চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের পেশাদায়িত্ব বজায় রেখে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

মাহমুদুর রহমান বলেন, মানব যন্ত্রণা লাঘবের চেয়ে বড় কোনো মানবসেবা হতে পারে না। তাই আপনাদের সামনে সেই মানবসেবা করার সুযোগ রয়েছে। তাই আপনাদেরকে সেরা চিকিৎসক হয়ে মানবসেবার পাশাপাশি বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলতে গিয়ে তিনি শিক্ষাজীবনে ঢাকা মেডিকেল কলেজ ও বুয়েটের আবাসিক হলের পাশাপাশি অবস্থান ও তখকার উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যকার সম্পর্কের বিষয়ে স্মৃতিচারণ করেন।

রেটিনা মেডিকেল এন্ড ডেন্টাল কোচিং প্রধান পরিচালক মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট গাইনোকোলজিস্ট ও স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য - অধ্যাপক ডা. সায়েবা আক্তার ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত খ্যাতিমান চিকিৎসক অধ্যাপক কামরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ২০২৪-২৫ সেশনে রেটিনা থেকে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে চান্সপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
মর্মান্তিক আত্মহত্যা, স্তব্ধ আড়ানী রেলস্টেশন

মর্মান্তিক আত্মহত্যা, স্তব্ধ আড়ানী রেলস্টেশন


গতকাল (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলস্টেশনে এক বৃদ্ধ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহ* করেছেন।
নিহত ব্যক্তির নাম রুহুল আমিন (৬০), মাঝপাড়া গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, তিনি সকাল থেকে স্টেশনে অবস্থান করছিলেন, ট্রেন আসতেই হঠাৎ লাইনের ওপর ঝাঁপ দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল থেকেই আড়ানী রেলস্টেশনে অবস্থান করছিলেন রুহুল আমিন। একা একা বসে থাকা, লাইনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা এবং অস্বাভাবিক আচরণে বিষয়টি নজরে আসে অনেকের। বিকেলে ট্রেন আসার ঘণ্টা বাজানোর ঠিক পূর্বমুহূর্তে পূর্ব দিকের প্ল্যাটফর্মে অবস্থানরত রুহুল আমিন হঠাৎ করেই চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন। মুহূর্তেই তিনি ট্রেনের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

ঘটনার আকস্মিকতায় মুহূর্তে থমকে যায় রেলস্টেশন। ছুটে আসেন যাত্রীরা ও স্থানীয় বাসিন্দারা। নিহতের শরীর ট্রেনের নিচে দ্বিখণ্ডিত হয়ে পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

তার পরিবারিক মানসিক চাপ ও দীর্ঘদিনের অস্থিরতাকে আত্মহত্যার সম্ভাব্য কারণ হিসেবে ধরা হচ্ছে। ঘটনাটি স্থানীয়দের মাঝে শোক ও স্তব্ধতা ছড়িয়ে দিয়েছে।